নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে “আনন্দ টিভি’র” প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও বীরমুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১১টায় আনন্দ টিভি’র টাঙ্গাইল জেলা প্রতিনিধি আল আমিন শোভনের আয়োজনে ভূঞাপুর প্রেসক্লাবে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, আকতার হোসেন খান, আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি আব্দুল আলীম আকন্দ, যুগ্ম সম্পাদক সৈয়দ সায়োরার সাদী রাজু, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শাহীন, কোষাধ্যক্ষ কামাল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইব্রাহিম ভূইয়া, দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুন সরকার,সাংবাদিক আব্দুল লতিফ তালুকদার, কোরবান আলী তালুকদার, খন্দকার মাসুদ রানা, ফুয়াদ হাসান রঞ্জু, মোঃ নাসির উদ্দিন, শফিউর রহমান, প্রতিদিনের সংবাদের ঘাটাইল উপজেলা প্রতিনিধি গোলাম মোস্তফা, সৈয়দ মিঠুন প্রমুখ।অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন জয়যাত্রা টেলিভিশনের গোপালপুর উপজেলা প্রতিনিধি মাহদী হাসান শিবলী।অনুষ্ঠানে আনন্দ টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক ও বীরমুক্তিযোদ্ধা আব্বাস উল্লাহ সিকদারের মৃত্যুতে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক সন্তুপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।