আরিফুজ্জামান ভূঞাপুর ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে উপজেলা আনসার ভিডিপির উদ্যোগে গ্রাম পর্যায়ের আনসার ভিডিপি ৩‘শ দুস্থ সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে ।

সোমবার (২৭এপ্রিল) বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রাদুর্ভাব জনিত কারণে দুস্থ ৩শ ভিডিপি সদস্যদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল , ২ কেজি আলু , ১ কেজি ডাল, ১ লিটার তেল ,১ কেজি পেঁয়াজ , সাবান ও মাস্ক। উপজেলার আনসার ভিডিপি কার্যালয়ের সামনে খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলার ভারপ্রাপ্ত আনসার ভিডিপি কর্মকর্তা হাজেরা খাতুন, আনছার ভিডিপি প্রশিক্ষক রাসেল খান, উপজেলা আনসার ভিডিপি‘র কমান্ডার আব্দুর রশিদ, দল নেতা নজরুল ইসলাম প্রমুখ।