লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা মটরসাইকেল চোরের সর্দারকে আটক করেছে।
জানা যায় দীর্ঘদিন ধরে ভূঞাপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে চুরি করে মটরসাইকেল বিক্রি করে আসছে সিরাজগঞ্জের সয়াশিখা গ্রামের মনিরুজ্জামানের ছেলে নজরুল ইসলাম (২২)।
মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভূঞাপুর থানা পুলিশ উপজেলার ছাব্বিশা গ্রাম থেকে মটরসাইকেল বিক্রি কালে তাকে হাতেনাতে আটক করে। তার কাছে পাওয়া একটি ঢাকা মেট্টো ন-২৩-০১৩০ ভুয়া নম্বর যুক্ত হোন্ডা উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সঙ্গে থাকা অপর দু’জন পালিয়ে যায়। পুলিশ জানায়, নজরুল আন্তঃজেলা হোন্ডা চোর দলের সর্দার। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে সে এবং তার সহযোগিরা ভূঞাপুরের চরাঞ্চলে বিভিন্ন চোরাই মটরসাইকেল এনে বিক্রি করে আসছে বলে স্বীকার করে।
ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম জানান সে আন্তঃজেলা মটরসাইকেল চোরের সর্দার। তার নামে বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে। নজরুলসহ ৩ জন ও অজ্ঞাত ৪/৫ জনের নামে ভূঞাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।