মোঃ আব্দুর রহীম মিঞা: ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তঃ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার( ৭ জুন) ভূঞাপুর উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে ভূঞাপুর সরকারি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের অায়োজন করা হয়। এতে ভূঞাপুর উপজেলার অধিনের ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু কিশোররা অংশগ্রহণ করে। প্রাথমিক বিদ্যালয়ের শিুশু কিশোরদের ক্রীড়া ও সাংস্কৃতিতে বিভিন্ন আইটেমের মধ্যে ছিল ক. গ্রূুপে ৫০ মিটার দৌড়,২৫ মিটার চকলেট দৌড়, দীর্ঘ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, গুপ্তধন উদ্ধার,যেমন খুশি তেমন সাঁজো খ. গ্রূুপে ১০০ মিটার দৌড়,দীর্ঘ লাফ, উচ্চ লম্ফ, ভারসাম্য দৌড়, ক্রিকেট বল নিক্ষেপ,অংক দৌড় সাংস্কৃতি প্রতিযোগিতায় ছিল ক গ্রæপ ছড়া আবৃত্তি, নূত্য, চিত্রঙ্কন, সুন্দর হাতে লেখা, খ.গ্রূপে কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান পল্লীগীতি, লোকগীতি, নূত্য চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা, একক অভিনয়।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইসরাত জাহানের সভাপতিত্বে ক্রীড়া ও সাংস্কৃতি প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্ভোধন ঘোষণা করেন ভূঞাপুর -গোপালপুর টাঙ্গাইল-২ আসনের জাতীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম ,পৌর মেয়র বীর মুক্তি যোদ্ধা মাসুদুল হক মাসুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি,থানা অফিসার ইন-চার্জ মো. ফরিদুল ইসলাম , উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহিনুল ইসলাম,উপজেলা শিক্ষা অফিসার এম.জি মাহমুদ ইজদানী,ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মহীউদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোঃ আব্দুর রহমান, সাধারণ সমপাদক আরজু , শুশুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মোঃ শহীদুজ্জামান খানসহ অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ। পরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় ১ম,দ্বিতীয় তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।