ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

লোকাল নিউজ ডেস্কঃ “আসুন দুর্নীতিবাজদের বিরুদ্ধে একতাবদ্ধ হই” এই প্রতিপাদ্য নিয়ে গতকাল শনিবার টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদ্যাপন করে। এ উপলক্ষে উপজেলার বাগবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় সংগীত, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করে ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ্র, পরে বিদ্যালয়ে মাঠে আলোচনা সভার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি। এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ সরকারের সভাপতিত্বে আলোচনায় অংশনেয় বাগবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যাপক আব্দুল জলিল, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ আতোয়ার রহমান মিন্টু, সাংবাদিক আখতার হোসেন খান, আব্দুল আলীম আকন্দ, মোঃ ইব্রাহীম ভূইয়াসহ শিক্ষক, ছাত্র/ছাত্রী ও অভিভাবক বৃন্দ। পরে শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী নিয়ে এক দুর্নীতি বিরোধী মানববন্ধন করে।

SAMSUNG CAMERA PICTURES

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …

Leave a Reply

Your email address will not be published.