নিজস্ব প্রতিবেদক: ‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যকে নিয়ে নানা কর্মসূচির মধ্যে দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু করা হয়। সাড়ে ১০টার দিকে দুর্নীতি বিরোধী মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোছা. নার্গিস বেগম। আলোচনায় অংশ নেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা শিক্ষা অফিসার এমজি মাহমুদ ইজদানী, ভূঞাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও ভূঞাপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সামি। সঞ্চালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম।