লোকাল নিউজ ডেস্ক:
“সাক্ষরতা অর্জন করি, দক্ষ হয়ে জীবন গড়ি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের ভূঞাপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টায় উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শরিফ আহমেদ এর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুল হালিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, সহকারি শিক্ষা অফিসার সাখাওয়াত হেসেন, নিকরাইল ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, কৃষকলীগ নেতা হযরত আলীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার
নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …