নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে সোমবার(৬ফেব্রুয়ারি) আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রচারপত্র বিতরণ করতে গেলে তাদের ওপর হামলা চালায় টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সরকার দলীয় এমপি ছোট মনিরের সমর্থকরা ।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষ ভূঞাপুরে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল করেছে। এছাড়া বিকেল ৪টায় ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মাসুদুল হক মাসুদ ভূঞাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছে।সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে মেয়র মাসুদুল হক মাসুদ জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে মনোনয়ন প্রত্যাশী। এ জন্য আমি গোপালপুর ও ভূঞাপুর উপজেলায় ব্যক্তিগত অর্থায়নে সোমবার দুঃস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ও সরকারের উন্নয়ন কর্মকান্ডের সচিত্র প্রচারপত্র বিতরণ করতে গোপালপুরের আলমনগর বোর্ড বাজারের কাছাকাছি গেলে এমপি ছোট মনিরের সমর্থক গোপালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজের নেতৃত্বে হামলা চালিয়ে আমার বহরের ২টি প্রাইভেটকার ও ১০টি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় চারজন সাংবাদিকসহ আমার ১৫-২০ জন কর্মী সমর্থক আহত হয়েছে।সংবাদ সম্মেলনে মাসুদুল হক মাসুদ বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি মনোনয়ন প্রত্যাশী। দল যাকে মনোনয়ন দেবেন আমি তার পক্ষেই কাজ করবো। এ হামলার তীব্র নিন্দা জানাই। আমি আওয়ামী লীগের উর্ধ্বতন নেতৃবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এ হামলার সুষ্ঠু বিচার দাবী করছি।