নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে পৌর নির্বাচনকে সামনে রেখে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক-শিক্ষিকাগণের সাথে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ও বর্তমান মেয়র বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদের সাথে নির্বাচনী মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ জানুয়ারি) দুপুরে ভূঞাপুর মডেল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই নির্বাচনী মতবিনিময় সভার আয়োজন করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আ.লীগ মনোনীত মেয়র প্রার্থী মোঃ মাসুদুল হক মাসুদ, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান সাহিনুল ইসলাম তরফদার বাদল, উপজেলা আ’লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু সহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।