নিজস্ব প্রতিবেদকঃ সৈরাচার বিরোধী আন্দোলনের অন্যতম নেতা; ভূঞাপুর আ:লীগের দুর্দিনের কান্ডারী; বর্তমান ভূঞাপুর উপজেলা আ:লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম গতকাল ২৬ সেপ্টেম্বর শনিবার রাত ১০.০০ ঘটিকার সময় ঢাকা আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে লিভার জনিত কারনে ইন্তেকাল করেছেন (ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে স্ত্রীসহ ১ ছেলে ১ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
নজরুল বেশ কিছুদিন ধরে লিভার জনিত কারনে ভোগছিলেন ২৭ সেপ্টেম্বর রবিবার সকাল ১১.০০ টায় তাঁর নিজ গ্রাম ছাব্বিশা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা শেষে ভূঞাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।তার জানাযা নামাজে শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।