ভূঞাপুরে ইউএনও’র নিজ উদ্যোগে বৃক্ষরোপন
লোকাল নিউজ ডেস্ক:টাঙ্গাইলের ভূঞাপুরে ইউএনও’র নিজ উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে।সোমবার (২৭ আগষ্ট)সকাল ১১ টায় পৌর এলাকার ৭৫ নং শিয়ালকোল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ।
এ সময় বিদ্যালয়ের মাঠের বিভিন্ন জায়গায় ভূঞাপুরে ইউএনও’র নিজ হাতে বৃক্ষরোপন করে শিক্ষার্থীদের উদ্ববদ্ধ করেন। সেইসাথে শিক্ষার্থীদের সকলের হাতে একটি করে গাছের চারা তুলে দেন।এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সাবেক শিক্ষক আব্দুল বারি তালুকদার,পৌর কাউন্সিলার জাহিদ হাসান, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য আব্দুর রাজ্জাক,মো.লিটন তালুকদার প্রমূখ।এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন