ভূঞাপুরে ইউনিয়ন আ’লীগ সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন করেছে ওই ইউনিয়নের আওয়ামী লীগ ও স্থানীয়রা। পরে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

বুধবার (২৫ মে) দুপুরে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে বঙ্গবন্ধু সেতুপূর্ব-ভূঞাপুর সড়কের উপজেলার নিকরাইল ইউনিয়নের পূর্নবাসন এলাকায় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।পরে নিকরাইল ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আব্দুল মতিন সরকার।

সংবাদ সম্মেলনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন সরকার বলেন, আওয়ামী লীগে অনুপ্রবেশকারী মাসুদ চেয়ারম্যান হওয়ার পরই ইউপি সদস্য নূহু মিলে বালুঘাটগুলো দখলে নেয়ার জন্য বেপরোয়া হয়ে উঠছে। তবে জমির মালিকরা তাদের প্রশ্রয় দেয়নি। বহিরাগতদের দিয়ে ঘাটগুলো দখল করার জন্য ক্যাডার বাহিনী সৃষ্টি করেছে। চেয়ারম্যানের নেতৃত্বে নূহু মেম্বার, জুরান মন্ডল, আকবর প্রামাণিক, ফিরোজ ফকির ও অন্যান্যরা সুকৌশলে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিকরাইল ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রেট্রোল-বোমা মেরে উড়িয়ে দিয়েছিল। বর্তমানে ঘাট দখল করতে না পেরে আমার বিরুদ্ধে মিথ্যাচার করে বিএনপি-জামায়াতের লোকজন দিয়ে মানববন্ধন করিয়েছে। তিনি আরো বলেন, চেয়ারম্যান মাসুদ বিএনপির সক্রিয়কর্মী ছিল। উপজেলা আওয়ামী লীগের একজন প্রভাবশালীর ছত্রছায়ায় দলে প্রবেশ করেছে।মানববন্ধনে অংশগ্রহনকারীরা জানান, নিকরাইলের পাটিতাপাড়ার বালুর ঘাটটিতে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছেন। সেই ঘাট মাসুদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ঘাট দখল করার পায়তারা করছে। কিন্তু কোন উপায় না পেয়ে সম্প্রতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিন সরকারের ছবি দিয়ে বিএনপি-জামায়াত নেতাকর্মীদের দিয়ে মিথ্যাচার করে তার বিরুদ্ধে মানববন্ধন করেছে। অথচ মতিন সরকার ওই বালুর ঘাটের সাথে জড়িত না। এসময় তারা দল থেকে বহিষ্কৃত চেয়ারম্যান মাসুদুল হক মাসুদের বিচার দাবী করেন।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.