আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ আসনের সম্ভাব্্য প্রার্থী গোপালপুর উপজেলা পরিষদের ২ বারের নির্বাচিত সফল চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর নিজ অর্থায়নে গোপালপুর ও ভূঞাপুর আসন এলাকায় ১৫ হাজার ৫শত কম্বল বিতরণ শুরু করেছেন।গত ২১ জানুয়ারী ভূঞাপুর উপজেলা অডিটরিয়ামে ও স্বাধীনতা কমপ্লেক্স থেকে শীতার্তদের মাঝে ১৪শ কম্বল বিতরণ করেছেন।বিতরনের সময় ভূঞাপুর উপজেলা আওয়ামীলীগের নেতা সাবেক পৌর প্যানেল মেয়র আজহারুল ইসলাম,আওয়ামীলীগ নেতা মো: মর্তুজ আলী,যুবলীগ নেতা ইউসুফ আলী চকদার প্রমূখ ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর স্বপক্ষে বক্তব্য রাখেন। টাঙ্গাইল-২ (গোপালপুর –ভূঞাপুর )আসনের সম্ভাব্্য এমপি প্রার্থী কম্বল বিতরণ কালে তিনি বলেন,দল থেকে মনোয়ন আমাকে দিবেন আমার বিশ্বাস।আপনারা দলের স্বার্থে আমার হয়ে কাজ করবেন।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …