ভূঞাপুরে ইউপি চেয়ারম্যানের ভাতিজা ইয়াবাসহ আটক

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লার ভাতিজা আবির মোল্লাকে ইয়াবাসহ গ্রেফতার করেছে ভুঞাপুর থানা পুলিশ। গতকাল সোমবার (৪ নভেম্বর) সন্ধ্যায় ভুয়াপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবির মোল্লা উপজেলার অর্জুনা ইউনিয়নের চেয়ারম্যান আইয়ুব আলী মোল্লার ভাতিজা ও গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামাদ মোল্লার ছেলে। আজ মঙ্গলবার তাকে আদালতে প্রেরণ করা হয়।এই ঘটনায় সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে থানায় গেলে আব্দুস সামাদ মোল্লা সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ ও সংবাদ সংগ্রহে বাঁধা প্রদান করেন। গ্রেফতারকৃত আবির মোল্লার বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে বলে ভুঞাপুর থানা পুলিশ জানিয়েছে। আবির মোল্লা মাদকসহ গ্রেপ্তার হওয়ার তথ্য সূত্র নিশ্চিত করেছেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ রাশেদুল ইসলাম।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস নিলেন উপজেলা নির্বাহী অফিসার

নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়নের লক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে নিজেই ক্লাস …

Leave a Reply

Your email address will not be published.