ভূঞাপুরে ইকরা নুরানী বোর্ডের অধিন ৩য় শ্রেণির সমাপনী পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক ঃ ইকরা নুরানী তালিমূল কোরআন বোর্ড বাংলাদেশ, প্রধান কার্যালয় টাঙ্গাইলের এলেঙ্গার অধিনে ইসলামী কিন্ডার গার্টেন পড়–য়া তৃতীয় শ্রেণি ছাত্র-ছাত্রীদের শিক্ষা সমাপনী পরীক্ষা গত ২ ডিসেম্বর থেকে শুরু হয়েছে। ভূঞাপুর ইবরাহীম খাঁ সরকারি কলেজ মসজিদের দোতলায় এই সমাপনী পরীক্ষা ৬ ডিসেম্বর পর্যন্ত চলবে । এতে তৃতীয় শ্রেণির ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫১ জন শিক্ষার্থী দিন ব্যাপী পরীক্ষায় অংশ নেয়। সকালে লিখিত বিকেলে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইক্রা নূরানী তালিমুল কোরআন বোর্ডের চেয়ারম্যান মওলানা হারুন অর রশীদ জানান, এবছর ৩২ টি জেলায় ৫২ টি কেন্দ্রে ৩৫০০ জন তৃতীয় শ্রেণির শিক্ষার্থী এই সমাপনী পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৮ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে। মেধা তালিকায় অংশ গ্রহনকারীদের মাঝে বিশেষ পুরস্কার ও বৃত্তির ব্যবস্থা করা হয়েছে।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের মাতা-পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের প্রয়াত মাতা,পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল …

Leave a Reply

Your email address will not be published.