নিজস্ব প্রতিবেদক : ভূঞাপুরে উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১০এপ্রিল) বিকেলে ভূঞাপুর পৌর এলাকার ঘাটান্দীতে উপজেলা ও পৌরসভা যুবদলের ইফতার ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম। এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুবদলের যুগ্ম আহবায়ক রাশেদুল আলম সেলিম, আব্দুল আলিম চকদারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে দেশ জাতীর কল্যাণ কামনা করে দোয়া করা হয়।