নিজস্ব প্রতিবেদক : এইচ এস সি পরীক্ষার দ্বিতীয় দিনে মঙ্গলবার বাংলা ২য় পত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে টাঙ্গাইলের ভূঞাপুরে তিনজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ভূঞাপুর-১ পরীক্ষা কেন্দ্রের ভূঞাপুর পাইলট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে একজন ও শহীদ জিয়া মহিলা কলেজ ভেন্যুতে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। বহিস্কৃত এ দুজন ইবরাহীম খাঁ সরকারি কলেজের ছাত্র। এছাড়া ভূঞাপুর-২ পরীক্ষা কেন্দ্রের পলশিয়া রাণী দিনমনি উচ্চ বিদ্যালয় ভেন্যুতে একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে। এ পরীক্ষার্থী নিকরাইল শমসের ফকির ডিগ্রী কলেজের ছাত্রী। উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ বহিষ্কারের বিষয় নিশ্চিত করেছে।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরের শাহিদা আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে দৌড়ে চ্যাম্পিয়ন
নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত আন্তঃ ঢাকা বিভাগীয় পর্যায়ে ১০০ ও …