নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ছোট মনিরের বিরুদ্ধে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুকে হত্যার বানোয়াট হুমকির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভূঞাপুর উপজেলা পরিষদের সদস্যরা।

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা চেয়ারম্যান মোছা. নার্গিস বেগমের সভাপতিত্বে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফনুর মিনি, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি নূরুল ইসলাম তালুকদার মোহন, সহ-সভাপতি সৈয়দ মাসুদুল হক টুকু, যুগ্ম সম্পাদক মিনহাজ উদ্দিন, জেলা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, ফলদা ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার দুদু, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান দুলাল হোসেন চকদার, নিকরাইল ইউপি চেয়ারম্যান মাসুদুল হক মাসুদ, অর্জুনা ইউপি চেয়ারম্যান দিদারুল আলম খান মাহবুব, অলোয়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কাউন্সিলর জাহিদ হামান, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমানউল্লাহ আমানসহ আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছোট মনির এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু তার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে লিপ্ত রয়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুকে দল থেকে বহিষ্কার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।