নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সংসদ সদস্য ছোট মনিরকে সংবর্ধনা দিয়েছে ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতি।
এ উপলক্ষে শুক্রবার (১৮অক্টোবর) বিকেলে ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভূঞাপুর প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংসদ ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, অফিসার ইনচার্জ মো. রাশিদুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, আলিফনুর মিনি, শিক্ষা অফিসার শাহনেওয়াজ পারভীন, আওয়ামীলীগ নেতা আব্দুল হামিদ ভোলা, তাহেরুল ইসলাম তোতা, ইউপি চেয়ারম্যান সাইদুল ইসলাম দুদু, মনিরুজ্জামান মনির, আব্দুল মতিন সরকার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আরজু প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ ছোট মনিরকে সমিতির পক্ষ থেকে ফুলেল সুভেচ্ছায় সিক্ত করে। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।