লোকাল নিউজ ডেস্ক ঃ টাঙ্গাইলের ভূঞাপুরে চলতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এছাড়া পরীক্ষা কেন্দ্রে অসাদুপায় অবলম্বনের দায়ে দুইজন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা পলশিয়া রানী দিনমনি উচ্চ বিদ্যালয় ও নিকলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ এই রায় দেন। সোমবার (২৫ ফেব্রুয়ারি) এসএসসির হিসাব বিজ্ঞান পরীক্ষায় ভূঞাপুর কেন্দ্র-২ পলশিয়া রানী দিনমনি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।দন্ড প্রাপ্ত আল আমিন (১৭) স্থানীয় শমসের ফকির ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ও কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি গ্রামের মৃত আমির হোসেনের ছেলে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝোটন চন্দ জানান, ভূঞাপুর-২ নিকরাইল কেন্দ্রে প্রশ্ন ফাঁসের ঘটনায় একজনকে কারাদন্ড। এ ছাড়াও দুই পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।
এটাও চেক করতে পারেন
শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …