নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র বীরমুক্তিযোদ্ধা মো. মাসুদুল হক মাসুদ।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহী উদ্দিন, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা আক্তার প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লালমামুদ মিঞা।