নিজস্ব প্রতিবেদক :টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জেলা প্রশাসনের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সেলিম আহমদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আসলাম হোসাইন প্রমুখ।

প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,পৌর মেয়র,কাউন্সিলর,উপজেলা ভাইস চেয়ারম্যান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ইউপি চেয়ারম্যান, সচিব,সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিসহ ৮ টি গ্রুপে মোট ৮০ জন প্রশিক্ষনার্থী অংশ গ্রহন করেন। শেষে সকল প্রশিক্ষনার্থীর মধ্যে সনদ বিতরণ করা হয়।