ভূঞাপুরে ঔষধের গুদামে ভয়াবহ আগুন ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে কে.এস পোল্ট্রি মেডিসিন কর্ণার ও দোকানের গুদাম ঘরে আগুনে পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) ভোর রাতে ভূঞাপুর-তারাকান্দি সড়কের পৌর শহরের ফকিরপাড়া খন্দকার জাহাঙ্গীর আলম হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে এ আগুনে ঘটনা ঘটে। তিনি ভূঞাপুর পৌর শ্রমিক দলের সাধারণ সম্পাদক।জাহাঙ্গীর আলম বলেন, রাতে হঠাৎ পোড়ার গন্ধ পেয়ে জেগে দেখি ঔষধের গুদামে আগুন জ্বলছে। পরে পাশে থাকা দোকানেও তা মুহুর্তেই ছড়িয়ে পড়ে। এসময় গুদামে থাকা ঔষধ, মোটরসাইকেল, এসি, ফ্রিজ ও ডিমের কেসসহ আগুনে পুড়ে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।এ ঘটনায় সত্যতা নিশ্চিত করে ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. স্বপন আলী জানান, ভোররাতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের মাতা-পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক: ভূঞাপুর প্রেসক্লাবের প্রয়াত সাংবাদিক ও সাংবাদিকদের প্রয়াত মাতা,পিতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল …

Leave a Reply

Your email address will not be published.