ভূঞাপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মাঠ দিবস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নে ২০২০-২০২১ অর্থ বছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় বাস্তবায়িত মিষ্টি আলু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে রেহাই গাবসারা, রুলিপাড়ায় এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার আল মামুন রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা: স্বপন চন্দ্র দেবনাথ, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শহিদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহিনুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মাহবুব চৌধুরী, গাবসারা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ হজরত আলী প্রমুখ।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.