নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কম্পিউটার কারিগরি শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ জানুয়ারি) দুপুরে উপজেলার পৌর শহরের মডার্ন কম্পিউটার ইন্সটিটিউট কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে “কারিগরি শিক্ষা নিলে-বিশ^জুড়ে কর্ম মিলে” স্লোগানকে সামনে রেখে ও প্রযুক্তির মানব কল্যাণে কারিগরি শিক্ষার আব্যশিকতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলার ফলদা শরিফুন্নেছা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার দত্তের সভাপতিত্বে ও মডার্ন কম্পিউটার ইন্সটিটিউটের পরিচালক লিয়াকত আলী তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেন।বিশেষ অতিথি ছিলেন- ইবরাহীম খাঁ সরকারি কলেজের কম্পিউটার অপারেশন বিভাগীয় প্রধান মো. রেজাউল করিম, ভূঞাপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান তরফদার, ভূঞাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আতোয়ার রহমান তালুকদার মিন্টু, সহ-সভাপতি সৈয়দ সরোয়ার সাদী রাজু, দপ্তর সম্পাদক ফরমান শেখ, সদস্য মো. রফিকুল ইসলাম রবি প্রমুখ।