লোকাল নিউজ ডেস্কঃটাঙ্গাইলেরভূঞাপুরে করোনার উপসর্গ নিজেরাই নিচ্ছে চিকিৎসা বাড়াচ্ছে মুত্যুর সংখ্যা ।

ভূঞাপুরে করোনায় আক্রান্তের উপসর্গ দেখা দিলেও গোপন রেখে নিজের বাড়িতে চিকিৎসা করে মৃত্যুর সংখ্যা বাড়ছে।সংক্রামিত হচ্ছে শত শত মানুষ।গত শুক্রবার (২৬ জুন)পৌর এলাকায় ঘাটান্দি গ্রামের বেলাল হোসেন ভুঞা মৃত্যু বরন করেন, শনিবার(২৭ জুন) একই গ্রামের ঈসরাইল হোসেনের পুত্র তোফায়েল হোসেন মিয়া সুশান (৫০) রাতে টাঙ্গাইল সদর হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষনা করা হয়। তার মরদেহ তার নিজ স’ মিলে রেখে সবাই সটকে পড়ে স্বজনরা।পড়ে উপজেলা প্রশাসন ও ভুঞাপুর ইমাম পরিষদের উদ্দ্যেগে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়। ভূঞাপুর করোনার উপসর্গ নিয়ে পর পর অকাল বয়সী এই২ জনের মৃত্যুতে শোকাভিভূত হলেন ঘাটান্দি গ্রামের মানুষ।