নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনিরের উদ্যোগেভূঞাপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সহযোগিতায় করোনা প্রতিরোধে জীবানু নাশক স্প্রে করা হয়েছে।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯ টায় ভূঞাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক,বাজার এবং উপশহর গুলোতে এ জীবানু নাশক স্প্রে করা হয়। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মো. আতোয়ার রহমান তালুকদার মিন্টু, যুগ্ম সম্পাদক সৈয়দ সরোয়ার সাদী প্রমুখ।