আরিফুজ্জামান( তপু) ,
টাংগাইলের ভূঞাপুরে কর্মহীন ২ শত পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ত্রাণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন টাংগাইল ২ আসনের এমপি তানভীর হাসান ছোট মনির , ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও টাংগাইল জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ভোলা মিঞা , উপজেলার ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সৌয়দ মাসুদুল হক টুকু, ভূঞাপুর বাজার বনিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদারসহ স্থানীয় রাজনৈতিক নেত্রীবৃন্দ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিলো চাল, ডাল,আলু ও সাবান।
এসময় তানভীর হাসান ছোট মনির বলেন, আমার আসনের একটি লোকও না খেয়ে থাকবে না, আমরা করোনা ভাইরাসের শুরু থেকেই এই ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছি এবং দূর্যোগ চলাকালীন সময়ে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাবো।