ভূঞাপুরে কাভার্ডভ্যান চাপায় মোটর সাইকেল চালক নিহত আরোহী আহত

নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে কাভার্ডভ্যান চাপায় মোঃ মানিক মিঞা (২৮) নামে এক এনজিও কর্মী নিহত হয়েছে।সোমবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহতের বাড়ি মধুপুর উপজেলার আমবাড়িয়া গ্রামে।

গুরুতর আহত হয়েছেন তাহেরুল ইসলাম (৩০) নামে তার এক সহকর্মী। আহত অবস্থায় তাকে প্রথমে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।ভূঞাপুর থানার এসআই মোঃ লিটন মিঞা জানান, ভূঞাপুর বাসস্ট্যান্ড থেকে ইফতারি কিনে সেতু এনজিও কর্মী মোঃ মানিক মিঞা ও তার একসহকর্মী মোটর সাইকেল যোগে তার অফিসের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে তাদের মোটর সাইকেলের সাথে একটি অটোভ্যানের ধাক্কা লাগে। এ সময় মোটর সাইকেলসহ চালক মানিক ও অপর আরোহী তারসহকর্মী তাহেরুল ইসলাম রাস্তায় পড়ে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মানিক নিহত হয়। গুরুতর আহত মোটরসাইকেলের অপর আরোহী তাহেরুল ইসলাম। কাভার্ডভ্যানটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে দেশ রূপান্তর পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে দায়িত্বশীলদের দৈনিক দেশ রুপান্তর পত্রিকার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন ও পঞ্চম বর্ষে …

Leave a Reply

Your email address will not be published.