নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে এন এ টি পি প্রকপ্লের আওতায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ট্রাইকো কম্পোষ্ট প্রদর্শণীর উপকরণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) উপজেলার গোবিন্দাসী , ফলদা ও অলোয়া ইউনিয়নের ৩ জন কৃষকের মাঝে একটি করে ট্রাইকো কম্পোষ্ট তৈরী উপকরণ বিতরণ করা হয়। এসব উপকরণের মধ্যে ছিল ট্রাইকো কম্পোষ্ট পাউডার সাসপেনশন, চালার খুঁটি, সিমেন্ট, টিন ও রিং। এসব বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জিয়াউর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার এস এম রাশেদুল হাসান, কৃষক লীগের সভাপতি মো. হযরত আলী।