লোকাল নিউজ ডেস্ক
টাঙ্গাইলে ভূঞাপুরে কৃষিঅফিসের উদ্যোগে(নাইটফাঁধ)রাত্রিকালিন পোঁকা নিধন অভিযান শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর রাত্রি সাড়ে ৮ টায় পৌর এলাকার শিয়াকোল গ্রামে রোপা আমন ধানের মাঠে এ অভিযানে দুইটি (নাইটফাঁধ) রাত্রিকালিন পোঁকা নিধন ফাঁধ বসানো হয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এ অভিযান পরিচালনা করে মাজরা পোঁকা,সবুজ ফড়িং ও বিভিন্ন ভাইরাস জাতিয় পোঁকা নিধন করা হয়।এ অভিযান পর্যায়ক্রমে পৌর এলাকার সব ওয়ার্ডে চলবে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানের সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: হযরত আলী,উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবাহান,আব্দুল মান্নান প্রমখূ।এছাড়াও এলাকার অসংখ্য কৃষক এই নাইট ফাঁধ অভিযানে অংশ নেন|
একটি মন্তব্য
Pingback: ভূঞাপুরে খসে পড়ছে পোস্ট অফিস ভবনের পলেস্তার আট মাস ধরে নেই বিদ্যুৎ ভুঞাপুর লোকাল নিউজ