ভূঞাপুরে কৃষি অফিসের রাত্রিকালিন পোঁকা নিধন অভিযান

SAMSUNG CAMERA PICTURES

লোকাল নিউজ ডেস্ক

টাঙ্গাইলে ভূঞাপুরে কৃষিঅফিসের উদ্যোগে(নাইটফাঁধ)রাত্রিকালিন পোঁকা নিধন অভিযান শুরু হয়েছে। ২৩ সেপ্টেম্বর রাত্রি সাড়ে ৮ টায় পৌর এলাকার শিয়াকোল গ্রামে রোপা আমন ধানের মাঠে এ অভিযানে দুইটি (নাইটফাঁধ) রাত্রিকালিন পোঁকা নিধন ফাঁধ বসানো হয়। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে এ অভিযান পরিচালনা করে মাজরা পোঁকা,সবুজ ফড়িং ও বিভিন্ন ভাইরাস জাতিয় পোঁকা নিধন করা হয়।এ অভিযান পর্যায়ক্রমে পৌর এলাকার সব ওয়ার্ডে চলবে বলে কৃষি অফিস সূত্রে জানা যায়।

উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে অভিযানের সময় উপস্থিত ছিলেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শহিদুজ্জামান মাহমুদ,উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক মো: হযরত আলী,উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস ছোবাহান,আব্দুল মান্নান প্রমখূ।এছাড়াও এলাকার অসংখ্য কৃষক এই নাইট ফাঁধ অভিযানে অংশ নেন|

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

টাঙ্গাইল জেলা বিএনপি‘র ১০দফা দাবী বাস্তবায়নের লক্ষে জনসমাবেশ

নিজস্ব প্রতিবেদক গায়েবী মামলায় নির্বিচারে গ্রেফতার, বিদ্যুৎ, গ্যাস’সহ দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতি, বর্তমান সরকারের সর্বগ্রাসী দূর্নীতি, …

Leave a Reply

Your email address will not be published.