নিজস্ব প্রতিবেদক: সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন করেন স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক এমপি।

রবিবার (৭ ফেব্রæয়ারী) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিডিও কনফারেন্স শেষে এ টিকাদান কর্মসূচী কার্যক্রম শুরু হয়। এ উপজেলায় প্রথম পর্যায়ে ৭১৭ জন অনলাইনে রেজিষ্ট্রেশন করেছেন। এছাড়াও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং টিকাদান কেন্দ্রে অনলাইন রেজিষ্ট্রেশন চালু রয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহি উদ্দিন আহমেদ, থানা অফিসার ইনচার্জ মোঃ রাশিদুল ইসলাম, ওসি তদন্ত এনামুল হক চৌধূরী, প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামানিক, যুগ্ম সম্পাদক সৈয়দ সায়োরার সাদী রাজু, দপ্তর ও পাঠাগার সম্পাদক মামুন সরকারসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।