নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে ক্ষেতের ঘাস পুড়তে গিয়ে আগুনে পুড়ে মারা গেলেন ৭৫ বয়সী বৃদ্ধ ইন্তাজ আলী। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার গাবসারা ইউনিয়নের কালিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিকেলে উপজেলার কালিপুর গ্রামের বৃদ্ধ ইন্তাজ আলী নিজ ক্ষেতের ঘাস মাড়াই করতে তাতে আগুন ধরিয়ে দিয়ে আইলের পাশে বসে থাকেন। পরবর্তীতে সেই আগুন পুরো ক্ষেত ছড়িয়ে নিজের পরিহিত কাপড়ে ধরে যায়। আস্তে আস্তে সেই আগুনে শরীর পুড়ে গিয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দীর্ঘ সময় পাড় হলে পরিবারের লোকজন তার খোঁজ নিতে ক্ষেতে যান। পরে তারা পুড়ে যাওয়া ইন্তাজ আলীর মৃতদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা স্বীকার করে গাবসারা ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনির বলেন, ক্ষেতের ঘাস পুড়তে গিয়ে আগুনে পুড়ে মারা গেছেন ইন্তাজ আলী। সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়েছে।