নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে গাঁজাসহ ছয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভূঞাপুর থানা পুলিশ।

শনিবার (২৯ জানুয়ারি) রাতে পৌর এলাকার বামনহাটা গ্রামে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে গাজা ও গাঁজা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। আটককৃতরা হলো-বামনহাটা গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৩৫), মৃত খোয়াজ আলী শেখের ছেলে খলিলুর রহমান (৪৫), মতিয়ার রহমানের ছেলে ইউসুফ আলী (৩০), ওছিম উদ্দিনের ছেলের মো. বাবলু (৩৫), মৃত তাজু শেখের ছেলে মো. চান্দু শেখ (৫০) ও মজিবুর রহমানের ছেলে শেখ রাসেল (৩৫)।ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব জানান, শনিবার রাতে চর বামনহাটা এলাকার আব্দুল হামিদের ঘরে মাদক সেবন ও বিক্রি করছিল তারা। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার (৩০ জানুয়ারি) সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।