ভূঞাপুরে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে কানাই মালো (১৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার ফলদা এলাকার ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কানাই মালো ওই গ্রামের রবি মালোর ছেলে। তিনি টাঙ্গাইল শহরে ‘ফনিন্দ্র মিষ্টান্ন ভাণ্ডারে’ কাজ করতেন। জানা যায়, উপজেলার রবি মালোর ছেলে কানাই মালো গতকাল বৃহস্পতিবার সরস্বতী পূজা উপলক্ষে  বাড়িতে বেড়াতে আসে। পরে ওইদিন তার মাকে টাঙ্গাইল চলে যাচ্ছে বলে জানায়। শুক্রবার সকালে ফলদা রামসুন্দর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়সংলগ্ন ঝিনাই নদীর পাড়ের একটি কদম গাছে ঝুলন্ত অবস্থায় স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে ভূঞাপুর থানার এসআই মো.শামছুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে কানাই মালো আত্মহত্যা করেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবার থেকে কোনও অভিযোগ করা হয়নি।

পরিচিতি Ibrahim Bhuiyan

এটাও চেক করতে পারেন

দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন ভূঞাপুর থানায় পুলিশ হেফাজতে

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুর জনতা ব্যাংক থেকে দশ লাখ টাকা ছিনতাইয়ের নাটক সাজানো মালেক এখন …

Leave a Reply

Your email address will not be published.