মো. নাসির উদ্দিন, ভ‚ঞাপুর : মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পুলিশের উদ্যোগে সারাদেশে ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে গৃহহীন পরিবারের জন্য নির্মিত বাড়ি এবং নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীদের জন্য সার্ভিস ডেস্ক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার (১০ এপ্রিল) সকালে ভূঞাপুর থানার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।গৃহ নির্মাণ ও সার্ভিস ডেস্কের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ ফরিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমিনা বেগম, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ আলম প্রামাণিক। পরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের যদুরগাতি গ্রামের সোনা ভানুকে একটি ঘরের চাবি হস্তান্তর করা হয়।