নিজস্ব প্রতিবেদক:টাঙ্গাইলের ভূঞাপুরে গ্রাম পুলিশদের মাঝে বাই সাইকেল বিতরণ করা হয়েছে।সোমবার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১ টার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার অর্জুনা ও গাবসারা ইউনিয়নের ১৩ গ্রাম পুলিশ সদস্যদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রনি, অর্জুনা ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী মোল্লা, গোবিন্দাসী ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান তালুকদার বাবলু প্রমূখ।উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ইশরাত জাহান বলেন, স্থানীয় সরকার মন্ত্রাণালয়ের অর্থায়নে গ্রাম পুলিশদের কার্যক্রম পরিচালনার জন্য এ সাইকেল বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে তাদের কার্যক্রম আরো ভালোভাবে পরিচালনার করার পাশাপাশি তারা জনগণের কাছে গিয়ে সেবা প্রদান করতে পারবেন। পর্যায়ক্রমে উপজেলার সকল প্রাম পুলিশদের মাঝে এ সাইকেল বিতরণ করা হবে বলেও জানান তিনি।