লোকাল নিউজ ডেস্কঃ টাঙ্গাইলের ভূঞাপুরে ছাগল চুরির অপরাধে ১ মাস ও মোবাইল চুরির অপরাধে ১৫ দিন সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোছাঃ নাসরীন পারভীন এ আদেশ দেন। সাজা প্রাপ্তরা হলো উপজেলার অর্জুনা পশ্চিমপাড়া গ্রামের মো. শফি খানের ছেলে সোহাগ (২৩), ঘাটাইল উপজেলার সিংগুরিয়া গ্রামের লুৎফর রহমানের ছেলে টেলু মিয়া (৩৫)। এদেরকে রবিবার রাতে উপজেলার অর্জুনা গ্রাম থেকে আটক করে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাজা দিয়ে টাঙ্গাইল জেল হাজতে প্রেরণ করে।