নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ জানুয়ারি) সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড র্যালি আকারে এসে ঘাটান্দির উন্মুক্ত মাঠে মিলিত হয়ে আলোচনা সভা করে। ছাত্রদল ভূঞাপুর থানা শাখার সভাপতি মো. রাজিব হোসেন তালুকদার কফিলের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ভূঞাপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক মো. খন্দকার লুৎফর রহমান গিয়াস, ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. ময়নুর ইসলাম তালুকদার রনি, পৌর শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।