নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি এবং জামালপুর ও শেরপুর জেলা ছাত্রদলের দায়িত্বপ্রাপ্ত নেতা সুরুজ মন্ডল নিজ এলাকায় আগমন উপলক্ষে টাঙ্গাইলের ভূঞাপুরে মোটর সাইকেল শোভাযাত্রা দিয়ে বরণ করলেন স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।
শনিবার (১৭ জুন) বিকেলে উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা প্রায় দেড় শতাধিক মোটর সাইকেল নিয়ে এ্যালেঙ্গা -তারাকান্দি সড়কপথে শোভাযাত্রা দিয়ে তাঁকে বরণ করা হয়। পরে ভূঞাপুর এসে ছাত্রদল নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।মতবিনিময় শেষে উপজেলা ছাত্রদল, কলেজ ছাত্রদল ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা ফুলেল শুভেচছা জানান ।