লোকাল নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ভূঞাপুরে অষ্টম থেকে দশম শ্রেণীর মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

রবিাবর (২৬ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এডিবির সহায়তায় উপজেলার ৮টি মাধ্যমিক বিদ্যালয়ের ২৩ জন মেধাবী ছাত্রীদের মাঝে এ সাইকেল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ তানভীর হাসান ছোট মনির, উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাসরীন পারভীন, ভাইস চেয়ারম্যান মনিররুল ইসলাম বাবু, আলিফ নুর মিনি, উপজেলা প্রকৌশলী আলী আকব খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জহুরুল ইসলাম প্রমুখ। ফলদা শরিফুন্নেছা উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী গোপালপুর উপজেলার দৌলতপুর গ্রামের সামিয়া ইসলাম জানান, বাড়ি থেকে কয়েক মাইল হেঁটে আমাকে প্রতিদিন স্কুলে আসতে হতো ।অনেক দিন ক্লাসে সঠিক সময়ে উপস্থিত থাকতে পারিনি এখন সাইকেল পাওয়াতে স্কুলে আসা আমার জন্য খুব সহজ হলো।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. নাসরীন পারভীন জানান পর্যায়ক্রমে উপজেলার প্রতিটি বিদ্যালয়ে ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াতের সুবিদার্থে সাইকেল বিতরণ অব্যাহত থাকবে।