ভূঞাপুরে ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

ভূঞাপুরে ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইলের ভূঞাপুরে গুজব, ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধ বিষয়ক গণসচেতনতা সপ্তাহ উপলক্ষে এক বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
“গুজব ছড়াবেন না, আইন নিজের হাতে তুলে নিবেন না” এই স্লোগানে রবিবার (২৮ জুলাই) ভূঞাপুর থানা পুলিশের উদ্যোগে এ বর্নাঢ্য র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
র‌্যালীতে ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

ভূঞাপুরে ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা
ভূঞাপুরে ছেলেধরা ও গণপিটুনি প্রতিরোধে র‌্যালী ও আলোচনা সভা


এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশিদুল ইসলাম, ভূঞাপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহি উদ্দিন, ভূঞাপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লাল মাহামুদ, বাজার বণিক সমিতির সভাপতি নুরুজ্জামান চকদার প্রমুখ।
র‌্যালী শেষে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরী করা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। গুজবে বিভ্রান্ত হয়ে ছেলেধরা সন্দেহে কাউকে গণপিটুনি না দেয়ারও আহবান জানান। এছাড়া যে কোন জরুরী প্রয়োজনে জাতীয় জরুরী সেবা ৯৯৯ ফোন করতে বলা হয়।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published.