মোঃ আব্দুর রহীম মিঞা,ভূঞাপুর : টাঙ্গ্ইালের ভূঞাপুরে বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের নির্বাচন আর মাত্র ২ দিন বাকী।

ভোট হবার কথা রয়েছে আগামী ২২ তারিখ শুক্রবার। সকাল ৯ টা থেকে শুরু হয়ে বিরতীহীনভাবে বিকাল ৪ টা পর্যন্ত চলবে। এরই মধ্যে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা । রাস্তা ঘাট দোকান-পাটের দেয়াল ছেঁয়ে গেছে পোস্টারে পোস্টারে। দোকানে-দোকানে এবং ভোটারের বাড়ী বাড়ী গিয়ে ভোট প্রার্থনা করছে নির্বাচনে প্রতিদ্বন্ধী প্রার্থীরা। বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেড নির্বাচনে দলীয় কোনো প্রার্থী ও দলীয় প্রতীক না থাকলেও পরোক্ষভাবে রয়েছে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থন। সভাপতি পদে আওয়ামী লীগ সমর্থিত ২ জন বিএনপি সমর্থিত ১ এক প্রার্থী থাকায় ভালো অবস্থানে রয়েছে ছাতা প্রতীকে প্রার্থী মোঃ শাহজাহান কবীর লিটন। তিনি এর আগেও ভূঞাপুরে বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের দুই দুই বার নির্বাচিত সভাপতি ছিলেন। অন্য দিকে স্থানীয় সংসদ সদস্য চেয়ার প্রতীক মোঃ আব্দুর রহীম মিঞাকে ও পৌর মেয়র দোয়াত কলম প্রতীকে মোঃ আব্দুল করিমকে সমর্থন করায় আওয়ামী লীগ নেতা-কর্মীরা দ্বিধাবিভক্ত হয়ে বাজার বনিক সমিতির নির্বাচনে কাজ করছে। সরে জমিনে একই চিত্র দেখা যায় সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্ধী প্রার্থীদের ক্ষেত্রে। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী আওয়ামী লীগ সমর্থিত থাকায় হাড্ডা-হাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। প্রতীক পাওয়ার পর থেকে কেহ বসে নেই। প্রচন্ড গরমে মাথার ঘাম পায়ে ফেলে বিজয় ফসল ঘরে তোলার স্বপ্নে বিভর হয়ে ভোট প্রার্থনা করছে যার যার আঙ্গিকে।
সরে জমিনে ভূঞাপুরে বাজার উন্নয়ন সমবায় মার্কেটিং সোসাইটি লিমিটেডের নির্বাচনী বর্তমান অবস্থা জানতে চাইলে এক জন সাধারন ভোটার মোঃ সুলতান হোসেন তফরদার জানান বাজার সমিতির নির্বাচনে সেখানেও দলীয় প্রভাব দেখা যায় । আওয়ামীলীগ দলীয় কোন্দলে ২ জন প্রভাবশালী নেতা দুই দিকে অবস্থা নিয়েছে। সে কারণে দলীয় সমর্থকের ভোট ভাগাভাগি করে ২ জনেই সমান তালে পাওয়া সম্ভাবনা রয়েছে ।
আরেক জন ঔষধ ব্যবসায়ী সাধারন ভোটার খন্দকার কামরুল ইসলাম টিটু বলেন সভাপতি সাধারণ সম্পাদক পদে ৬ জন প্রার্থীর মাঝে হাড্ডা-হাডিড লড়াই হবে বলে জানান। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন দলীয় গ্রæপিং কারণে প্রভাবশালী নেতারা বিভক্ত হয়ে সমর্থ দিলেও বাজার বণিক সমিতির নির্বাচনে ভোটাররা উপযুক্ত প্রার্থীকেই ভোট দিবে। দলীয় প্রভাব খুব একটা পড়বে না বলে তিনি জানান।
সভাপতি প্রার্থী মোঃ শাহজাহান কবির লিটন এর নিকট জানতে চাইলে তিনি বলেন ভোটাররা তাদের নিজের ভোট নিজে দিতে পারলে এবং সুষ্ঠ ভোট হলে আমি বিপুল পরিমান ভোট পেয়ে নির্বাচিত হবো আশা করি। সুষ্ঠ ভোট নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। সুষ্ট ভোট হলে আমি শতভাগ আশা বাদী এবং আমিই এ নির্বাচনে বিজয়ী হব ।
জয়ের ব্যপারে আশাবাদ ব্যক্ত করে অপর প্রার্থী মোঃ আব্দুর রহীম মিঞা বলেন বাজার সমিতি নির্বাচনে বিপুল সংখ্যক ভোটার আমাকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্য অধির আগ্রহ নিয়ে অপেক্ষা করছে \ আমি আশা করি উপযুক্ত প্রার্থী হিসেবে আমাকে বেছে নিবে। ভূঞাপুর বাজারের উন্নয়ন করতে চাইলে আমার বিকল্প কোন প্রার্থী নাই বলে আমি মনে করি। ভূঞাপুর বাজারকে আধুনিক করতে চাইলে সরকারে সহযোগিতা প্রয়োজন । আমি নির্বাচিত হলে বাজার উন্নয়নে সরকারি সহযোগিতার যত টুকু প্রয়োজন স্থানীয় সংসদ সদস্যের মাধ্যমে সে সহযোগিতা আমি করতে পারবো বলে আশা করি।
অপর সভাপতি প্রার্থী আব্দুল করিম বলেন এর আগেও আমি বাজার সমিতিতে ছিলাম আমার দ্বারা বাজারে যে উন্নয়ন হয়েছে তা অন্য কারো দ্বারা সম্ভব হয়নি। আমি কখনও নিজের স্বার্থ দেখিনি সব সময় বাজারের উন্নয়নের কথাই চিন্তা করেছি। আশা করি আবার বাজারের ভোটাররা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে বাজার সমিতির কল্যাণে কাজ করার সুযোগ তৈরি করে দিবে।
বাজার বনিক সমিতির নির্বাচনে সভাপতি পদে ৩ জন, সহসভাপতি ২ জন, সাধারণ সম্পাদক ৩ জন, সদস্য পদে ৮ জন প্রার্থীসহ ১৩ জন প্রতিদ্ব›িদ্বতা করছে। বাজার বনিক সমিতির নির্বাচনে প্রতিদ্ব›দ্বী প্রার্থীরা হলেন সভাপতি পদে মোঃ আব্দুর রহিম মিঞা-চেয়ার , মোঃ শাহজাহান কবীর লিটন-ছাতা, মোঃ আব্দুল করিম-দোয়াত কলম , সহসভাপতি পদে মোঃ পিয়ার আলী তালুকদার-গরুর গাড়ী, মোঃ আঃ সালাম সরকার-টিউবয়েল, সাধারণ সম্পাদক পদে মোঃ রিয়াজ মোরশেদ-মোরগ, মোঃ আরিফুল ইসলাম আরজু-মাছ, মোঃ মোজাম্মেল হক-আনারস,সদস্য মোঃ হাবিবুর রহমান-মোবাইল, মোঃ খায়রুল ইসলাম-কলস,মোঃ আমিনুল ইসলাম- হাত পাখা, ,মোঃ রেজাউল করিম-হাতি, মোঃ ইব্রাহীম খলিল-তালা-চাবি, শ্রী শুভ সাহা-হরিণ, মোঃ আপেল মিঞা- খেজুর গাছ, মোঃ আঃ আলীম- মই প্রতীক নিয়ে বাজা সমিতি নির্বাচনে প্রতিদ্ব›দ্বীতা করছে ।
নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ( সভাপতি) মোঃ গিায়াস উদ্দিন বলেন বাজার বনিক সমিতি নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষ করার জন্য যা যা করণীয় তা সবই করব। ভোটারা লাইনে দাড়িয়ে সুন্দর ও সুষ্ঠভাবে তাদের ভোটারধিকার প্রয়োগ করবে এটাই প্রত্যাশা করি। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে। আমরা সততার সাথে আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযত ভাবে পালনে চেষ্টা করবো।
এর আগে ১৬.৬.২২ তারিখ বাজার বনিক সমিতির নির্বাচনে নির্বাচনী তফসিল ঘোষনা করা হয় । এ নির্বাচনে ভোটার রয়েছে ১২০১ জন। এর মধ্যে বেশকিছু নারী ভোটারও রয়েছে। আগামী ২২ তারিখ শুক্রবার নির্বাচন অনুষ্ঠিত হবে।