নিজস্ব প্রতিবেদক: ‘বঙ্গবন্ধুর দর্শন-সমবায়ে উন্নয়ন’ এই স্লোগান নিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরেও ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে।

শনিবার (৬ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ইশরাত জাহান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফ নূর মিনি, ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার মোহন, সৈয়দ মাসুদুল হক টুকু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম তোতা, যুগ্ন সম্পাদক মোঃ মিনহাজ উদ্দিন, লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হাসান আলী, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্ আলম প্রামাণিক, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুর রাজ্জাক প্রমূখ।