নিজস্ব প্রতিবেদক: “আমরা কন্যা শিশু-প্রযুক্তিতে হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদ্যাপন করা হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে একটি র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলিফনূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল রনী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহীনুর ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কণিকা মল্লীক, জাতীয় মহিলা সংস্থা ভূঞাপুরের চেয়ারম্যান বেগম নার্গিস আক্তার, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহ্আলম প্রামাণিক প্রমুখ।