নিজেস্ব প্রতিবেদক : “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে শুক্রবার নানাকর্মসূচীর মধ্যদিয়ে জাতীয় নিরাপদ খাদ্য দিবস উদ্যাপিত হয়েছে। উপজেলা প্রশাসন আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিল র্যালি ও আলোচনা সভা। এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সহকারি কমিশনার(ভূমি) শরিফ আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম এ্যাডভোকেট ।আলোচনায় অংশ নেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুক্তা রাণী সাহা ও খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মাহবুব আলম প্রমূূখ।
এটাও চেক করতে পারেন
ভূঞাপুরে মুনিয়া হত্যা মামলার আসামি স্বামী মুস্তাক গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল ভূঞাপুরে জান্নাতুল ফেরদৌস মুনিয়া (৩১) হ”ত্যা” মামলার আসামি স্বামী মুস্তাককে (৪৭)গ্রেফতার …