নিজস্ব প্রতিবেদক: ‘দক্ষ যুব সমৃদ্ধি দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ শ্লোগান নিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার (০১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আলোচনা সভা, যুব ঋণের চেক বিতরণ ও প্রশিক্ষণ কোর্ষের উদ্বোধন করা হয়।এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. ইশরাত জাহান।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছা. আলিফনূর মিনি, সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল রনী, সমাজসেবা কর্মকর্তা মো. শহীদুজ্জামান মাহমুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা এম.জি মো. ইজদানি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা স্বপন চন্দ্র দেবনাথ, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইফুর রহমান প্রমুখ।