ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক: জেগেছে যুবক গড়বে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ”- এই প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার  টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে সাড়ে ১০ টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে এক সংক্ষিপ্ত র‌্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে। এসময় উপস্থিত ছিলেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আব্দুল হালিম মিয়া,উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারি প্রকৌশল আব্দুল্লাহ আল মামুনসহ যুব উন্নয়নের প্রশিক্ষন প্রাপ্ত বিভিন্ন খামারীরা। পরে উপজেলা চত্বরেই উপজেলা নির্বাহী অফিসার বিভিন্ন প্রকপ্লের অনুকুলে হাঁস-মুরগি, গবাদী পশু পালন, সেলাই প্রশিক্ষন, মৎস চাষ, ক্ষুদ্র ব্যবসায় প্রশিক্ষণ প্রাপ্ত ৬৭ জন ঋন গ্রহিতার মাঝে ১৭ লাখ ৪০ হাজার টাকার চেক বিতরণ করেন।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানের জন্য আমরা অঙ্গীকারাবদ্ধ- সালাউদ্দিন আহমেদ 

নিজস্ব প্রতিবেদক : বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, শহীদদের স্বপ্নের অসম্প্রদায়িক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *