ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে মেধা ভিক্তিক পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ টাঙ্গাইলের ভূঞাপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে সৃজনশীল মেধা অন্বেষন প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ কেন্দ্রীয় উপকমিটির শিক্ষা ও বাণিজ্যিক বিষয়ক সহ সম্পাদক, টাঙ্গাইল -২ (গোপালপুর ভুঞাপুর) আসনের সম্ভাব্য এম পি প্রার্থী খন্দকার মশিউজ্জামান রুমেল (সি আই পি), বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট, ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম তরফদার বাদল, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনে আরা বেবী, অর্জুনা ইউপি চেয়ারম্যান মোঃ আইয়ূব আলী মোল্লা, আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুর রাজ্জাক, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহীউদ্দিন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিভিন্ন মেধা ভিক্তিক জ্ঞান অন্বেষন প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্য অর্জনকারী শিক্ষক ছাত্র ছাত্রী ও প্রতিষ্ঠানের মাঝে ক্রেষ্ট ও সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি খন্দকার মশিউজ্জামান রুমেল।

পরিচিতি ইব্রাহীম ভূইয়া

এটাও চেক করতে পারেন

ভূঞাপুরের পেপার বিক্রতা সামছ আলম আর নেই

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের ভূঞাপুর আলেয়া পেপার হাউজের মালিক ( পত্রিকা বিক্রেতা) সামছুল আলম আর …

Leave a Reply

Your email address will not be published.