নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের ভূঞাপুরে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।শনিবার (৭ নবভম্বর) বিকেলে উপজেলা প্রশাসন,সমবায় বিভাগ ও সমবায়িদের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত¡রে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসের কর্মসূচী শুরু হয়।

পরে উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা.নাসরীন পারভীন। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুল হালিম এডভোকেট। বিশেষ অতিথি ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম বাবু,সাবেক উপজেলা সমবায় অফিসার আব্দুল গফুর। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মো.আব্দুর রাজ্জাক।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগ সভাপতি মো. হযরত আলী, সমবায়ী আব্দুল মান্নান,আব্দুর রহিম, আব্দুল করিম খান, একরাম উদ্দিন তারা মৃধা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সমবায়ী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান সারোয়ার লাভলু।